Created by Sudoksho
Course Duration 30 Days ৳500
Effort Time 1/2 Hours Days
Last updated Jul 15, 2020
9 Modules
10 Exams
0 Files
9 videos
0 Trainee
শিশুরা শেখে কিছু প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমে। এই প্রক্রিয়া বা পদ্ধতিতে যখন শিশু শেখে তখন আমরা বড়রা হয়তো বুঝতে পারি না বা পদ্ধতিগুলো অবলম্বন করে শেখাতে পারি না। আমরা যদি এই পদ্ধতি গুলো সঠিক ভাবে অবলম্বন করে শিশুদের শেখাতে সাহায্য করি তাহলে শিশুর শেখার ভিতটা খুব ভালো হয়। আমরা শিশুকে সরাসরি লেখা পড়া করতে বসিয়ে দেই। কিন্তু আমরা যদি শিশুর শেখার পদ্ধতি গুলো জেনে তাদের পড়াতে বসাই তাহলে শিশুর শেখাটা অনেক বেশি ভালো হবে এবং মা-বাবা বা শিক্ষক হিসেবে শিশুকে পড়া লেখা করানোর কষ্টটাও কমে আসবে। এই কোর্সটি বাবা-মা এবং স্কুল শিক্ষক উভয়ে করতে পারবেন।