Frequently Asked Questions

1. কোর্সটি কিনে কিভাবে শুরু করবো?

  • 'Buy Now' বাটনে ক্লিক করুন
  • 'Login' বাটনে ক্লিক করুন অথবা অ্যাকাউন্ট না থাকলে ‘Create an Account’। আরো জানতে ভিডিওটি দেখুন: https://www.youtube.com/watch?v=qPAOe8Ol8G8
  • ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন
  • লগ-ইন করা হয়ে গেলে 'Make Payment' বাটনে ক্লিক করুন
  • আপনার পছন্দের পেমেন্ট মাধ্যমটি বেছে নিন এবং 'পেমেন্ট করুন' বাটনে ক্লিক করুন
  • পেমেন্ট সম্পন্ন করার পর 'View Course' বাটনে ক্লিক করলে সরাসরি আপনি কোর্সটি শুরু করতে পারবেন
  • আপনার কেনা কোর্সটি আপনার প্রোফাইলের 'My Courses' সেকশনে দেখতে পাবেন
  • আপনার এনরোল করা সকল কোর্স এখানে পেয়ে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লগইন করা থাকতে হবে

2. যেকোনো টেকনিকাল সমস্যায় (পাসওয়ার্ড ভুলে যাওয়া, পাসওয়ার্ড পরিবর্তন,) কোথায় যোগাযোগ করবো?

পাসওয়ার্ড ভুলে গেলে/ পাসওয়ার্ড পরিবর্তন

  • লগ-ইন করার সময় নিচে "Forgot Password?" অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার ইমেইলে একটি ইমেইল পাবেন যেখানে একটি লিঙ্ক থাকবে।
  • ইমেইলে পাওয়া লিঙ্কে ক্লিক করে আপনার নতুন পাসওয়ার্ডটি দিয়ে 'Submit' বাটনে ক্লিক করুন।
  • ভবিষ্যতে পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে আপনার প্রোফাইলের 'Setting' অপশন থেকে পুনরায় নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।

ইমেইল করুনঃ support@sudoksho.com

3. লাইভ ক্লাসের সুযোগ আছে?

আমাদের কোর্স গুলো আগে থেকে রেকর্ড করা। আপনি যেকোনো সময় যেকোনো ডিভাইস থেকে ইন্টারনেট এর মাধ্যমে কোর্সটি করতে পারবেন।

4. সরাসরি ইন্সট্রাক্টর-এর সাথে যোগাযোগ করা যাবে?

ইন্সট্রাক্টরের সাথে যোগাযোগ করতে আমাদেরকে ইমেইল করতে পারেন। support@sudoksho.com

5. কম্পিউটার ছাড়া কোর্স করা যাবে?

আপনি ডেক্সটপ / ল্যাপটপ অথবা যেকোনো মোবাইল ডিভাইস এর মাধ্যমে আমাদের কোর্স করতে পারবেন।

6. কোর্সের সার্টিফিকেট-এর মেয়াদ কতদিন থাকবে?

Sudoksho.com এর যেকোনো Free এবং Paid কোর্সের নির্দিষ্ট সংখ্যক ভিডিও Complete করার পর যেকোনো সময় আপনার সার্টিফিকেট-এর পিডিএফ (PDF) ডাউনলোড করতে পারবেন।