Created by Sudoksho
Course Duration 30 Days ৳500
Effort Time 1/2 Hours Days
Last updated Jul 13, 2020
3 Modules
4 Exams
0 Files
14 videos
1 Trainee
ক্লাসে পড়াতে একজন শিক্ষকের যে বিষয়টিতে সবচেয়ে গুরুত্ব দিতে হয় তা হলো বিভিন্ন ধরণের শিখন উপকরণ যার সাহায্যে শিক্ষার্থীরা আনন্দের সাথে সহজেই শিখতে পারে। কোনটি শিখন উপকরণ হিসেবে ব্যবহার করা যাবে, কোনটি যাবে না ইত্যাদি বিভিন্ন জিজ্ঞাসার উত্তর মিলবে এবং এই কোর্সে বিভিন্ন ধরণের ও বৈচিত্র্যময় শিখন উপকরণ সম্পর্কে জেনে পরিচিত এবং সহজলভ্য উপকরণের মাধ্যমে শিক্ষকেরা ক্লাসের জন্য নানারকম শিখন উপকরণ বানাতে পারবেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন পেশার একটি হল শিক্ষকতা কারণ একটি ক্লাসে শিক্ষক একজন এবং শিক্ষার্থী অনেক। তাই শিক্ষককে পড়ানোর সময় মাথায় রাখতে হয় সব শিক্ষার্থীর কথা। খুব সহজে, কম সময়ে এবং আনন্দের সাথে শিক্ষার্থীরা যাতে শিখতে পারে এবং দীর্ঘ সময় মনে রাখতে পারে এটাই শিক্ষক হিসেবে আপনার বা আমার চাওয়া। কিন্তু সময় ও রিসোর্সের স্বল্পতা, যথাযথ প্রশিক্ষণের অভাবে, কাজের চাপ কিংবা আমাদের কিছুটা অনাগ্রহের কারনণ আমরা ক্লাসে সবসময় শিখন উপকরণ বা টিচিং-লার্নিং ম্যাটেরিয়্যাল ব্যবহার করতে পারি না। এর ফলে শুধুমাত্র শিক্ষার্থীদের শেখাটা কঠিন নয় বরং শিক্ষক হিসেবে আমাদের পড়ানো আরো বেশি কঠিন হয়ে ওঠে। এই কোর্সটি সম্পন্ন করলে আপনি খুব সহজেই বিভিন্ন ধরণের শিখন উপকরণ সম্পর্কে জানতে পারবেন যেগুলো তৈরি বা ক্লাসে ব্যবহার করা যায় সবসময় এবং ক্লাসের শেখার পরিবেশ, ধরণ ও পরিমান বদলে যায়।