বিশ্বব্যাপী বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীরা তাদের বেআইনিভাবে উপার্জিত অর্থ বা ব্ল্যাক মানিকে বৈধতার রুপ দিতে নানা ধরনের উপায় অবলম্বন করে। অর্থ পাচারের এই প্রক্রিয়াটি প্রায়শই বেশিরভাগ সংগঠিত অপরাধ এবং সন্ত্রাসী কার্যকলাপের সাথে যুক্ত থাকে। টাকার পাচার রোধ করতে এবং সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলি অ্যান্টি মানি লন্ডারিং এবং কাউন্টার ফাইন্যান্সিং অফ টেররিজম অ্যাক্টস অনুযায়ী বিভিন্ন আইনি ব্যবস্থা গ্রহন করে থাকে। এই আইন এবং নির্দেশিকাগুলো ব্যাংক কর্মকর্তাদের অনুসরণ করা বাধ্যতামূলক। ব্যাংকিং খাতে জড়িত সকলের জন্য অপরিহার্য AML এবং CFT- এর এই কোর্সটি তৈরি করা হয়েছে আধুনিক সব পলিসি এবং কমপ্লায়েন্সকে কেন্দ্র করে। ব্যাংক এবং ফাইনান্সিয়াল প্রতিষ্ঠানের প্রোফেশনালরা এই কোর্সটি করার মাধ্যমে টাকার পাচার রোধ এবং সন্ত্রাসবাদে অর্থ যোগান বন্ধের বেসিক কনসেপ্টগুলো আয়ত্ত করতে সক্ষম হবেন যা তাদের ক্যারিয়ারে সামনে এগিয়ে যেতে অপরিহার্য। তাই ব্যাংকিং এবং ফাইনান্স ফিল্ডে ক্যারিয়ারকে সামনে এগিয়ে নিয়ে যেতে এনরোল করুন আজই।