আমাদের মধ্যে অনেকেই আছেন যাদের পেইন্টিং বা আর্ট এ ইন্টারেস্ট আছে পাশাপাশি আকার হাতও ভালো, কিন্তু আপনি কি জানেন আপনার এই ট্যালেন্টকেই কাজে লাগিয়ে প্রতি মাসে ভালো অংকের একটি উপার্জন করা সম্ভব? এরাবিক ক্যালিগ্রাফি মূলত আরবি ভাষার বিভিন্ন হরফ কিংবা আয়াত ব্যবহার করে সুন্দর কিছু ফুটিয়ে তোলাকে বোঝায়। এরাবিক ক্যালিগ্রাফির ইতিহাস অনেক পুরোনো এবং একসময় এটি ছিল বেশ বিলাশবহুল। কিন্তু বর্তমানে বাড়ি কিংবা অফিসের ডেকোরেশনের কাজে অনেকেই নানা রকমের ক্যালিগ্রাফি ব্যবহার করে থাকেন। সময়ের সাথে মানুষের আর্টের প্রতি আগ্রহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে রুচিশীল পছন্দ। আর এই বাড়তে থাকা চাহিদা দিন দিন বাড়াচ্ছে ক্যালিগ্রাফারদের সংখ্যা। আর মজার ব্যপার হচ্ছে আপনিও একজন দক্ষ ক্যালিগ্রাফার হয়ে উঠতে পারবেন বাড়িতে ক্যালিগ্রাফি চর্চা করে। আপনারা জেনে হয়ত অবাক হবেন বাংলাদেশে অনেক ক্যালিগ্রাফার আছেন যারা নিজের সময় মত এসব ক্যালিগ্রাফি করে ২০,০০০-১,০০,০০০ টাকা উপার্জনও করছেন। ট্রেইনার এর পড়াশোনা এবং দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা থেকে এই কোর্সেটি তে শিখিয়েছেন ক্যালিগ্রাফির প্রাথমিক ধারনা, হরফ, হরফের পরিচয়, ক্যালিগ্রাফিতে হরফের ব্যবহার, কম্পোজিশন এবং পেইন্টিংসহ আরও অনেক কিছু। আর আপনি যদি আগে কখনও ক্যালিগ্রাফি বা আর্ট নাও করে থাকেন তাও আপনার প্রাথমিক সূচনার জন্য এই কোর্সটিতেই পাবেন সব হাতেখড়ি। যদি ক্যালিগ্রাফিতে আপনার আগ্রহ থাকে, তাহলে আমি বলব একটি শক্ত ভিত তৈরি করা খুবই জরুরি। বেসিক শক্ত থাকলে আপনি যেকোন ধরনের কাজই অনায়েশে করতে পারবেন।
ক্যালিগ্রাফি কিংবা অন্য কোন স্কিল শেখার জন্য নানা রকম প্লাটফর্ম থাকলেও প্রথমত যেই সমস্যাটি অনেকেই ফেস করেন সেটা হচ্ছে ভাষাগত সমস্যা। অন্য ভাষায় কোর্স কন্টেন্ট বোঝা গেলেও সবসময় সেটি এংগেজিং না হওয়ায়, শেখার এক পর্যায়ে আমরা আগ্রহ হারিয়ে ফেলি। ক্যালিগ্রাফি সম্পর্কে আপনার ধারনা থাকলে আপনি জেনে থাকবেন কিভাবে দেশের ক্যালিগ্রাফি মার্কেট দ্রুত বুম করছে এবং দিন দিন দক্ষ ক্যালিগ্রাফারদের কাজের চাহিদা বাড়ছে। তাই আপনি যদি ক্যালিগ্রাফি বা যেকোন ধরনের আর্ট এর আগে নাও করে থাকেন কিন্তু ইন্টারেস্ট থাকে আপনার জন্য আমরা এই কোর্সটি ডিজাইন করেছি সব চাহিদা মাথায় রেখেই। তাই বাড়িতে বসে শেখার এই সুবর্ন সুযোগকে কাজে লাগাতে এই কোর্সটিতে এনরোল করুন।
লার্নারদের সর্বোচ্চ সহযোগিতা করতে এবং ক্রাইটেরিয়া গুলো মাথায় রেখে এই কোর্সের মডিউল এবং প্র্যাক্টিসগুলো সাজানো হয়েছে ।শেখার সুবিধার্থে কোর্সটিকে আমরা চারটি মডিউলের আন্ডারে সর্বমোট ২৬টি সেশনে ভাগ করেছি।
মডিউল-০১: আরবি হরফসমূহ লেখার নিয়ম
- সেশন-০১: মৌলিক হরফ (আলিফ, বা, দাল, রা, নূন, জীম্) লেখার নিয়ম
- সেশন-০২: মৌলিক হরফ ( আলিফ থেকে যে সমস্ত হরফ লেখা হয়)
- সেশন-০৩: নূন থেকে যে হরফ লেখা হয়
- সেশন-০৪: জীম্ থেকে যে হরফ লেখা হয়
- সেশন-০৫: বাকি হরফগুলো যেভাবে লেখা হয়
মডিউল-০২: শব্দের শুরুতে, মাঝে এবং শেষে হরফ লেখার নিয়ম
- মডিউল-০২: পরিচিতি
- সেশন-০১: আলিফ এবং বা এর অবস্থান
- সেশন-০২: জীম্, হা এবং খা এর অবস্থান
- সেশন-০৩: দাল, জাল্, রা এবং ঝা লেখার নিয়ম (শব্দের শেষে)
- সেশন-০৪: সীন্, শীন্, সোয়াদ্ এবং দোয়াদ্ লেখার নিয়ম
- সেশন-০৫: ত্বোয়া এবং জ্বোয়া লেখার নিয়ম
- সেশন-০৬: আঈন লেখার নিয়ম
- সেশন-০৭: ফা এবং ক্বফ্ লেখার নিয়ম
- সেশন-০৮: ক্বাফ্ লেখার নিয়ম
- সেশন-০৯: লাম্ লেখার নিয়ম
- সেশন-১০: মীম্ লেখার নিয়ম
- সেশন-১১: নূন্ এবং ওয়াও লেখার নিয়ম
- সেশন-১২: হ্বা লেখার নিয়ম
- সেশন-১৩: ইয়া লেখার নিয়ম
- সেশন-১৪: তাজিনা লেখার নিয়ম
মডিউল-০৩: ক্যালিগ্রাফি কম্পোজিশন এবং আর্ট করার নিয়ম
- সেশন-০১: বাঁশের কলম দ্বারা ক্যালিগ্রাফি কম্পোজিশনের নিয়ম
- সেশন-০২: দুই পেন্সিল দ্বারা ক্যালিগ্রাফি ও কম্পোজিশনের নিয়ম
- সেশন-০৩: দুই পেন্সিল দ্বারা ক্যানভাসে আর্ট করার নিয়ম
- সেশন-০৪: মার্কার এর সাহায্যে আর্ট করার নিয়ম
মডিউল-০৪: ব্যাকগ্রাউন্ড কালার, শ্যাডোয়িং এবং ফাইনাল টাচ
- মডিউল-০৪: পরিচিতি
- সেশন-০১: ব্যাকগ্রাউন্ড কালার
- সেশন-০২: পেইন্টিং-এ শ্যাডোয়িং এর কৌশল
- সেশন-০৩: লেখার কালার এবং ফাইনাল টাচ