একাডেমিক জীবন থেকে প্রোফেশনাল জীবনে সুইচ করার পর যে কয়টি স্কিল প্রয়োজন হয় তার মধ্যে একটি মাইক্রোসফট এক্সেল। জব রোল যেমনই হোক প্রোফেশনাল দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে সবচেয়ে ব্যবহৃত টুলগুলোর মধ্যে মাইক্রোসফট এক্সেল অন্যতম।
জটিল হিসাব নিকাশ থেকে শুরু করে রেকর্ড কিপিংসহ বিভিন্ন কাজে পৃথিবীজুড়ে মাইক্রোসফট এক্সেল এর চাহিদা রয়েছে। এক্সেল এর বিভিন্ন ফর্মূলা ব্যবহার করে কাজে যেমন আনা যায় দ্রুততা তেমনি সিদ্ধান্ত নেয়ার কাজটি হয়ে যায় সহজ।
বিগিনার লেভেলে অনেকের কাছেই এক্সেল বেশ কঠিন একটি বিষয়। সহজ ও সাবলীল ভাষায় এক্সপার্ট ট্রেইনারের সহায়তায় আমরা এই কোর্সটি ডেভেলপ করেছি বিগিনারদের কথা প্রথমে মাথায় রেখে। এক্সেল এর বিভিন্ন ফর্মূলা কাজে লাগিয়ে রেজাল্ট তৈরি, ফরম্যাটিং, ওয়ার্কবুক ম্যানুপুলেশন, ডাটা অ্যানালাইসিস, গ্রাফ চার্টসহ প্রয়োজনীয় সব স্কিলের সমন্বয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ কোর্সটি। এসাইনমেন্ট এবং অ্যাসেসমেন্ট সহকারে বিগিনার টু অ্যাডভান্সড এই কোর্সটি করার মাধ্যমে আপনিও পারবেন এক্সেল এ দক্ষ হয়ে উঠতে। এক্সেল এ হাতেখড়ি থেকে শুরু করে প্রয়োজনীয় সকল স্কিল শিখে নিন সহজেই। এনরোল করুন আজই।