পৃথিবী থেকে চিরতরে ক্ষুধা, দারিদ্র্য নির্মূল করতে, জলবায়ু নিয়ন্ত্রণে রাখতে এবং সকলের জন্য শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে ২০১৫ সালে ইউএন এসেম্বলিতে বিশ্ব নেতারা নির্ধারণ করেছিলেন ১৭টি লক্ষ্য। এই লক্ষ্যগুলোকে বলা হয় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ বা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস (এসডিজি)। এইসব লক্ষ্য অর্জনের সময়সীমা ২০৩০ সাল। এই সময়সীমার মধ্যে লক্ষ্যগুলো অর্জন করতে প্রয়োজন সকলের সহযোগিতা এবং সচেতনতা। এসডিজি অর্জনে জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের মত তরুণদের অংশগ্রহণও সমান ভাবে জরুরী।
কোর্সটিতে অংশগ্রহণের মাধ্যমে তোমরা জানতে পারবে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো কী কী এবং এইসব লক্ষ্যমাত্রা অর্জনে তোমাদের ভূমিকা কী হতে পারে।